Token

Token: প্রোগ্রামিং এর জন্য টোকেন একটি অপরিহার্য্য বিষয় । টোকেন এর অর্থ হল সিম্বল বা প্রতিক । জাভা ভাষায় টোকেন কে ৭ ভাগে ভাগ করা হয়েছে। ১.আইডেন্টিফায়ার ২ কী-ওয়ার্ড ৩ টোকেন ৪ স্ট্রিং ৫ পাংচুয়েশান ৬স্পেশাল সিম্বল ৭ অপারেটর , অপারেন্ড এবং এক্সপ্রেশান   পর্যায়ক্রমে আমরা বিষয়গুলো সম্পর্কে জানব

Type conversation and casting

Type conversation and casting : এখন কিভাবে টাইপ কনভার্সেশান করা যায় এবং কাস্টিং সম্পর্কে জানব। টাইপ কনভার্সেশান হলে এক ধরনের ডেটা টাইপ কে আরেক টাইপের ডেটা টাইপে পরিবর্ত করা। প্রোগ্রামিং করার সময় অনেক সময় দেখা যায় যে int type variable কে float হিসেবে ব্যাবহার বা float কে int হিসেহে ব্যাবহার করা খুবি জরুরি হিসেবে কাজ … Continue reading

ভেরিয়েবল(Variable)

Variable: এ পর্বে আমরা জানব ভেরিয়েবল কি ? এবং কিভাবে ভেরিয়েবল ব্যাবহার করা যায় তবে c/c++ জানা থাকলে ভেরিয়েবলের সাথে পরিচিত থাকার কথা। যারা জাভা দিয়ে প্রথম ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছেন শুধু তাদের জন্য এ পর্বটি । Variable এর বাংলা অর্থ দাড়ায় চলক। আমরা গনিত করতে গেলে যেমন চলক ব্যাবহার করি তেমনি প্রোগ্রামিং ল্যাংগুয়েজেও চলক … Continue reading

প্রোগ্রামের আউটপুট দেখানো (How to Print )

এখন আমরা জানব জাভা প্রোগ্রামে কিভাবে কোন কিছু প্রিন্ট/print করা যায়। সাধারনত c তে প্রিন্ট করার জন্য printf() এবং c++এ cout<< ব্যাবহার করা হয় । জাভা প্রোগ্রামিং এ কোন কিছু print করার জন্য System.out.print(); ব্যাবহার করা হয়। তবে জাভা ভাষায় একটি সুবিধা হল System.out.println(); ব্যাবহার করে লাইন ব্রেক করা যায় ,অর্থাৎ নিঊ লাইন তৈরি হয় … Continue reading

কিভাবে ইনপুট নিতে হয়

এ পর্বে আমরা জানব কিভাবে জাভা প্রোগ্রামে কোন কিছু ইনপুট নিতে হয় । ইউজার হতে কোন কিছু ইনপুট নেওয়ার জন্য সচারাচর বর্তমানে Scanner use করা হয়ে থাকে । Scanner input =new Scanner(System.in); এখানে input একটি ভেরিয়েবল , input না লিখে আমরা যে কোন কিছু দিতে পারি। এখন আমরা এ বিষয়ক একটি প্রোগ্রাম দেখব যার মাধ্যমে … Continue reading

Logical Operator

Logical Operator: Java language এ কয়েক ধরনের লজিকাল অপারেটর আছে ।  এগুলো সাধারনত শর্ত সত্য বা মিথ্যা অর্থাৎ Boolean  কন্ডিশান চেক করে। জাভাতে মোট তিন ধরনের লজিকাল অপারেটর রয়েছে । And——-symbol is         && OR  ——-Symbol is        || Not  ——-Symbol is        ! And  অপারেটর হল এমন ধরনের যেখানে উভয় কন্ডিশান সত্য হলে তবে ফলাফল সত্য বলে … Continue reading